সরকার নির্দেশিত ভাড়ার অধিক ভাড়া আদায় এবং স্বাস্থ্য বিধি অনুসরণপূর্বক যাত্রী পরিবহন না করায় সুনামগঞ্জ শহরের দূরপাল্লার বাস কাউন্টারে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাতে শহরের পুরাতন বাসস্টেশনের শ্যামলী পরিবহনসহ বেশ কয়েকটি দূরপাল্লার বাসকে জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাতে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় সরকার নির্দেশিত ভাড়ার অধিক ভাড়া আদায় এবং স্বাস্থ্য বিধি অনুসরণপূর্বক যাত্রী পরিবহন না করায় ভ্রাম্যমান দূরপাল্লার কয়েকটি বাসকে আদালত ৫টি মামলায় ৩০,০০০/- টাকা জরিমানা করেন । মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত।
জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ জানান, জনস্বার্থে এধরণের মোবাইল কোর্ট চলমান থাকবে। সকলকে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিধি অনুসরণ, মাস্ক পরিধান এবং সরকার নির্দেশিত নির্দেশনা প্রতিপালন করার জন্য অনুরোধ করা হয়েছে।
0 coment rios: