Friday, 28 August 2020

তাহিরপুরে পর্যটন কেন্দ্রের লক্ষাধিক টাকার গাছ জব্দ : Sunamganj Live | সুনামগঞ্জ লাইভ


সুনামগঞ্জের পর্যটন নগরী তাহিরপুর উপজেলার পর্যটন কেন্দ্রের জন্য অধিগ্রহনকৃত সরকারি খাস খতিয়ান ভুক্ত জায়গা হতে কেটে নেয়া বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকা মূল্যের গাছ টেকেরঘাটে এলাকা থেকে জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী টেকেরঘাট ও লাকমা এলাকায় থাকা একটি অবৈধ করাত কল হতে এসব গাছ জব্দ করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ’র নির্দেশে সহকারি কমিশনার (ভুমি) সৈয়দ আমজাদ হোসেন এসব গাছ জব্দ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, টেকেরঘাট এলাকায় থাকা সরকারি খাস খতিয়ানভুক্ত জায়গা হতে অর্জুন, কাঠাল, কদম সহ বিভিন্ন প্রজাতির মূল্যবান কয়েকটি গাছ গোপনে কেঁটে রাতের আঁধারে সরিয়ে নিয়ে যায় একদল দুবৃক্ত।
বিষয়টি জানতে পেরে ইউএনওর নির্দেশে সহকারি কমিশনার (ভুমি) সরজমিনে গিয়ে ছোট বড় ২১ পিস গাছের টুকরো গাছ জব্দ করেন। এসময় টেকেরঘাটের সরকারি খাঁস খতিয়ানভুক্ত জায়গায় থাকা সাইফুলের বাড়ি, সুভাসের বাড়ি, অনিলের বাড়ি ও পার্শ্ববর্তী লাকমা সীমান্তে থাকা একটি অবৈধ করাত কল হতে এসব কেটে নেয়া গাছের টুকরো জব্দ করা হয়।
কিছুদিন আগে টেকেরঘাটে থাকা মৃত রফিকের ছেলে জাহাঙ্গীর সরকারি জায়গা হতে অর্ধলক্ষ টাকা মুল্যের জাম গাছ রাতের আধের কেটে নিয়ে বাড়ির আসবাবপত্র তৈরী করায় এবং গাছের ঢালপালা জ্বালানী হিসাবে ব্যবহার করে।
তাহিরপুর উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্ধ জানান, মুজিব বর্ষকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসন লক্ষাধিক গাছের চারা রোপনের কাজ চালিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে টেকেরঘাটে সরকারি জায়গা হতে গোপনে বিভিন্ন প্রজাতীর গাছ কেটে নেয়ার দৃষ্টতা আমাদেরকে চিন্তায় ফেলে দিচ্ছে। এসবের বিরুদ্ধে দূত আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: