সিলেট :আমবাড়ী বাজার এলাকায় এলজিইডি সড়কের ধসে যাওয়া অংশ : সুনামগঞ্জ লাইভ |
সিলেটে তিন দফা বন্যায় এবার গ্রামীণ ও আঞ্চলিক সড়কগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক স্থানে সড়কের চিহ্ন মুছে গেছে। স্থানে স্থানে গর্তে ভরা সড়ক। বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটের ভাঙনের দাগ স্পষ্ট হচ্ছে। বিশেষ করে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট দুই জেলায় ক্ষতির পরিমাণ ব্যাপক। বিভিন্ন পাকা, আধাপাকা ও ব্রিক সলিং সড়ক, সেতু ও সেতুর সংযোগ সড়ক পানির তোড়ে ভেসে গেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, আগে বন্যা হলে বাধাহীনভাবে পানি ভাটির দিকে নেমে যেত। প্রাকৃতিক নিষ্কাশন ব্যবস্থা হারিয়ে যাওয়ার কারণে ক্ষয়ক্ষতির মাত্রাও বেশি। তারা বলেন, বন্যার ভয়াবহতা ও পানি নিষ্কাশনের সহজ পথের কথা না ভেবেই রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট তৈরি করা হয়। ফলে নির্মিত অবকাঠামোর ক্ষতি বাড়ে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেটে এলজিইডির আওতাধীন ৭ হাজার ৫১০ কিলোমিটার রাস্তার মধ্যে ৫২১ কিলোমিটার সড়কের ক্ষতি হয়। এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল লতিফ জানান, সিলেট জেলায় মোট ৫২১ কিলোমিটার সড়ক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। আর আর্থিক ক্ষতির পরিমাণ ২৬০ কোটি টাকা।
সুনামগঞ্জ জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম বলেন, গ্রামীণ রাস্তাঘাট যে হারে ভেঙেছে তা না দেখলে বিশ্বাস করা যায় না। সুনামগঞ্জ-দোয়ারাবাজার-ছাতক সড়ক বিভিন্ন স্থানে ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে। সুনামগঞ্জ জেলার ২২টি সড়কে ৬০০ কিলোমিটার সড়ক বিচ্ছিন্ন রয়েছে। ৪০টি ব্রিজ-কালভার্ট, ৩০টি ভিলেজ প্রটেকশন কাজ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সিলেটস্থ তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী হোসেন চৌধুরী সোমবার ইত্তেফাককে বলেন, বেশি ক্ষতিগ্রস্ত এলাকা সুনামগঞ্জ ও সিলেটের রাস্তাঘাট আপাতত চালুর বিষয়ে উচ্চপর্যায়ে কথা হয়েছে। এ পর্যায়ে ২০০ কোটি টাকার প্রয়োজন। তিনি বলেন, মারাত্মক ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের জন্য আলাদা প্রজেক্ট করতে বলা হয়েছে। আমরা সেই চেষ্টা করছি। সুুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত সাড়ে ৩০০ কোটি ও সিলেট জেলায় ২৬০ কোটি টাকার ক্ষতি বলে প্রাথমিক ধারণা করা হয়।
সড়ক সংস্কারের দাবিতে সিলেট চেম্বারের চিঠি
এদিকে, সিলেট-বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবিতে এলজিআরডি মন্ত্রণালয়ে সিলেট চেম্বার পত্র প্রেরণ করেছে। চেম্বার সভাপতি আবু তাহের মো. শোয়েব লিখেছেন, সড়কটির বিশ্বনাথ-জগন্নাথপুর অংশের প্রায় ৩০ কিলোমিটার রাস্তা বর্তমানে যানচলাচলের অনুপযোগী।
0 coment rios: