ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুস শহিদ'র মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা আলমগীর'র শোক
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও এনটিভি’র উপ-প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহিদ বৈশি^ক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ সকাল ১০-৪৫ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাষ্ট্রোলিভার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “মরহুম আব্দুস শহিদ সাংবাদিকতা জীবনে মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে এবং সামাজিক অবক্ষয় ও অন্যায়ের বিরুদ্ধে কলমযোদ্ধা হিসেবে সাংবাদিক সমাজে ছিলেন আদর্শস্থানীয়। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও এনটিভি’র উপ-প্রধান বার্তা সম্পাদক হিসেবে তিনি তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সাহসিকতার সাথে পালন করে গেছেন। আব্দুস শহিদ পৃথিবী ছেড়ে চলে গেলেও দেশের মানুষ ও সাংবাদিক মহলে চিরন্তন হয়ে থাকবেন। দেশের মানুষ, সুহৃদ এবং সাংবাদিক ভাইদের পাশাপাশি আমিও তার মৃত্যুতে গভীরভাবে সমব্যাথী।
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুম আব্দুস শহিদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজন ও শুভাকাঙ্খীদের প্রতি সমবেদনা জানান।
বার্তা প্রেরক,
(বেলাল আহমেদ)
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
0 coment rios: